শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কারাগারে বন্দী রবিউল করিম মোল্লা নামে এক ব্যক্তির বাড়ির তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে। মঙ্গলবার বিকালে উপজেলার গুরুমশৈল গ্রামে এ ঘটনা ঘটে।
রবিউল করিমের স্ত্রী সাহারা খাতুন জানান, সম্প্রতি একটি ঘটনায় তার স্বামীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে। বর্তমানে তিনি নাটোর কারাগারে রয়েছেন। বাড়িতে অন্য কোন পুরুষ মানুষ না থাকায় মঙ্গলবার বিকালে তিনি বনপাড়া বাজারে কেনাকাটা করতে আসেন। এ সময় রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে বাড়ির তিনটি টিনশেড কক্ষ ও এসব কক্ষে থাকা নগদ পাঁচ হাজার টাকাসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল জানান, আমি খোঁজ নিয়ে ওই পরিবারের জন্য সম্ভাব্য সব রকম সহযোগিতা করবো।