সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ

স্টাফ রিপোর্টার : বহুল প্রতীক্ষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট রাকজশাহীর ৬ টি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রবিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সকাল থেকেই নগরীর ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি ছিল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ৮ জেলায় সংসদীয় আসন ৩৯টি। এ আসনগুলোতে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার ৩৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৩ জন প্রার্থী। এর মধ্যে রাজশাহী জেলায় ৬টি আসনের ৭৭০টি কেন্দ্রে মোট ভোটার ২১ লাখ ৭৭ হাজার ৭১৪ জন। পুরুষ ভোটার সংখ্যা ১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন ও নারী ভোটার ১০ লাখ ৯২ হাজার ৯৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন।
সাধারণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ছিলো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য সদাপ্রস্তুত ছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভোট কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন ছিল। এ ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে ছিল সশস্ত্র বাহিনী।
রাজশাহী নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিত লক্ষ্য করা গেছে।
এদিকে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাধারণ জনতার সাথে লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮ টার সময় তাঁর নিজ কেন্দ্র বাঘার আড়ানী পৌর এলাকার রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনি ভোট প্রদান করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ আসন থেকে পরপর তিনবার নির্বাচিত সংসদ ও দুই বারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে এবার তাঁকে ৬ জন প্রার্থীর সাথে লড়াই করে ভোট যুদ্ধে নামতে হয়েছে। সরেজমিন ঘুরে লক্ষ করা গেছে, চারঘাট-বাঘার ১১৮ টি কেন্দ্রের মধ্যে বাঘা উপজেলার একটি কেন্দ্রে বাজুবাঘা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আরিফপুর কেন্দ্র ছাড়া সকল কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দিনব্যপী ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে রাজশাহীতে অন্যের ভোট দিতে গিয়ে যুবক আটক হয়েছে। আটক যুবকের নাম মহিবুল (৩০)। রবিবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্যর ভোট দিতে যান তিনি।
তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলমের সমর্থক। মহিবুল নৌকা প্রতীকে জাল ভোট দিতে গিয়েছিলেন বলে অভিযোগ এ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের।
খাগড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাওদ উল হক জানান, তিনি অভিযোগ পান যে একজনের ভোট অন্যজন দিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে সহকারী প্রিসাইডিং অফিসারদের সতর্ক করা হয়। দুপুরে মহিবুল অন্যজনের ভোট দিতে এলে তাঁকে আটক করা হয়। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সারা দিন তিনি থানার বাইরে আছেন। এই যুবককে থানায় নেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। থানায় ফিরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪ | সময়: ৫:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর