সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: ৮ হাজার মাইল পাড়ি দিয়ে ফেঞ্চ কাপে খেলতে এসেছিল ক্যারিবিয়ান অঞ্চল মাটির্েনিকের ক্লাব গোল্ডেন লায়ন। এতদূর পথ পাড়ি দিয়েছিলেন জয়ের আশা নিয়েই। কিন্তু ফিরতে হয়েছে একরাশ লজ্জা নিয়ে। ফ্রান্সের ক্লাব লিলের বিপক্ষে টুর্নামেন্টের রাউন্ড-৬৪ তে খেলতে নেমে ১২ গোল হজম করতে হয়েছে তাদের। এতগুলো গোল হজম করলেও একবারের জন্য লিলের জালে বড় জমা করতে পারেনি লায়ন।
লায়নের বিপক্ষে জিতে ইতিহাসও রচনা করেছে লিলে। ফ্রান্সের সেরা ক্লাব প্রতিযোগিতা লিগ-১ এর অন্যতম সেরা ক্লাব লিলে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে। দলের হয়ে কানাডার স্ট্রাইকার জোনাথন ডেভিড ও কসোবোর উইঙ্গার ইডোন জেগ্রোভা হ্যাটট্রিক করেছেন। এছাড়া তুর্কি তারকা ইউসুফ ইয়াজিসি ও আইসল্যান্ডের ফরোয়ার্ড হাকোন আর্নার হ্যারল্ডসন দুটি করে গোল করেছেন। রোববার রাতে ফেঞ্চ কাপে রাউন্ড-৬৪ এর খেলায় রেভেলের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।