সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে পোস্টাল ভোট প্রদানের আবেদন করেছেন ১২৪ জন। জেলার তিনটি সংসদীয় আসনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ আবেদন করেন।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনে ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জ–২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে ৫৬ জন ও চাঁপাইনবাবগঞ্জে–৩ (সদর) আসনে ২৯ জন পোস্টাল ভোট দেওয়ার আবেদন করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট গ্রহণের কাজে নিয়োজিত ১২৪ জন কর্মকর্তা নিজেদের ভোট প্রদানের জন্য পোস্টাল ভোটের আবেদন করেছেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’