বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জেলার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার ২টি আসনের- মোট ২৫৪টি ভোট কেন্দ্রে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ব্যালট পেপার ছাড়া, স্বচ্ছ ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে। রোববার সকাল ৬টার মধ্যে (ভোট গ্রহণ শুরুর আগে) কেন্দ্র গুলোতে স্বচ্ছ ব্যালট পেপার পাঠানো হবে।
জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, জয়পুরহাটের দুটি আসনে- মোট ভোটার ৭লাখ ৭৯হাজার ৬৯৯জন। এদের মধ্যে ৩ লাখ ৯২ হাজার ৫৮ জন নারী, ৩লাখ ৮৭ হাজার ৬৩৪ জন পুরুষ ও তৃতীয় লিঙ্গের ৭জন রয়েছেন।