বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নির্বিঘ্ন করতে চাঁপাইনবাবগঞ্জে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশী চালিয়েছে বিজিবি। শনিবার সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ-২ গোমস্তাপুর আসনে
ভোট নির্বিঘ্ন করতে এই তল্লাশী কার্যাক্রম চালানো হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যায় বিজিবি সদস্যরা। এ সময় কেন্দ্রের নিরাপত্তা যাচাইসহ ডগ স্কোয়াড দিয়ে তল্লাশী চালানো হয়। ভোট শুরু পর্যন্ত এ কার্যক্রম চলবে। ভোট কেন্দ্রের পাশাপাশি সড়কের বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে বিজিবি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে এবার জেলার তিনটি আসনে ৫১২ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে ৩২৫ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সানশাইন / শামি