শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি
প্রতি শীত মৌসুমের ধারাবাহিকতায় এ বছর ৩রা ডিসেম্বর দিনাজপুরের বীরগঞ্জ ও ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গা এবং ৪ঠা ডিসেম্বর রংপুরের গঙ্গাচড়ায় নাবিল গ্রুপের পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শ্রমজীবী, স্বল্প আয়ের ও কর্মহীন মানুষের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের সিপিএমও মো. মামুনুর রশিদ, হেড অব বিজনেস (নাবিল ফিড) মো. জাহিদুল ইসলাম,জোনাল ম্যানেজার জহিরুল হক খান, রিজিওনাল সেলস ম্যানেজার মো. জাফর ইকবাল, সহকারী ম্যানেজার মো. সাদ্দাম হোসেন প্রমুখ। উল্লেখ্য দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ উত্তরাঞ্চলে কর্ম সংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।
সানশাইন / শামি