শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উপস্থিতি টের পেয়ে এবার মাদক ফেলে বাড়ি ছেড়ে পালিয়েছে মাদক কারবারি এক দম্পত্তি। বাড়ি তল্লাশী করে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। পলাতক দম্পত্তি হলো জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মাহবুল আলমের ছেলে সাহেব আলী (৩০) ও তার স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন জানান, বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন মাদক মজুদ করেছিল ওই দম্পতি। মঙ্গলবার ভোর ৫টায় মনাকষা বিওপির একটি দল জেলার জগন্নাথপুর গ্রামে মাহবুল আলমের বাড়ি তল্লাশী করে। এসময় ভারতীয় ১ কেজি কোকেন, ৫ শত গ্রাম হেরোইন, ৭ হাজার ১ শত ৫ পিস ইয়াবা ও ভারতীয় ৩৪০ রুপি জব্দ করতে সক্ষম হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাহবুলের ছেলে সাহেব আলী তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া মাদক কারবারি দম্পতিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এই কমকর্তা।