মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নগরীর ওয়াবদা সুপারা এলাকায় বৈদুতিক সর্টসার্কিট থেকে একটি ব্যাটারির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সাড়ে সাতটার দিকে মেসার্স ইকরা ট্রেড হাউজ নামের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকানের মালিক জুবায়ের আল মাছুদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। এরপর তিনি খবর পান তার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে তিনি ঘটনা¯’লে আসেন ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক আখতার হামিদের নেতৃত্বে একটি দল ঘটনা¯’লে পোছে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এক লাখ টাকার ক্ষতি হয়েছে।