রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারনা চালিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। শুক্রবার সকাল থেকেই তিনি ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ দলীয় নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে সকাল থেকেই ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি গনিপুর ইউনিয়নের আচিনঘাট পাঁচপীর সাহেব (রাঃ) এর মাজার ও মহব্বতপুর খোরশানি দরবার শরীফ মাজার জিয়ারত শেষে আচিনঘাট মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এসময় একটি পথসভায় স্থানীয় নারী পুরুষ সহ দলীয় নেতা কর্মী ও সর্বস্তরের জনসাধারন ব্যপক উৎসাহ নিয়ে অংশ গ্রহন করেন।