মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার গোদাগাড়ী: গোদাগাড়ীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৫ অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ নুরুন্নাহার বেগম (৪৫) নামের এক শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
সোমবার রাত ৮ টার দিকে গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বসত বাড়িতে তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাবের অভিযান দলের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী পৌর এলাকার শহিদুলের স্ত্রী।
সোমবার র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে চালিয়ে মাদক ব্যবসায়ী নুরুন্নাহারকে আটক করা হয়। তার বিরুদ্ধে গোদাগড়ি মডেল থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে বলে জানা যায়।
পরবর্তীতে আটককৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।