সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়ায় মেতেছে দক্ষিণ আফ্রিকার নারীরা। শুরুতে ব্যাট করতে নেমে দ্ইু ওপেনার লরা ওলভারডট ও তাজমিন ব্রিটস গড়লেন উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। তাদের দুজনের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে প্রোটিয়ারা দাঁড় করালো রানপাহাড়। ৩১৬ রান সংগ্রহ করে বাংলাদেশের বিপক্ষে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
বেনোনিতে ৩১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা করতে পারে মাত্র ১০০ রান। ফলে ২১৭ রানের বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে এটিই প্রোটিয়াদের সবচেয়ে বড় জয়। এর আগে কিম্বারলিতে ২০১৮ সালে ১৫৪ রানের জয়টি ছিল সবচেয়ে বড়।
বাংলাদেশের সামনেও ছিল ইতিহাস গড়ার সুযোগ। এখন পর্যন্ত প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ওই ম্যাচ নিগার সুলতানার দল জিতেছিল ১১৬ রানে। তবে দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয় নিয়ে সমতায় ফেরে স্বাগতিকরা। ফলে গতকাল সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু প্রোটিয়াদের একের পর এক গড়া রেকর্ডের নিচে চাপা পড়লো বাংলাদেশের ইতিহাস।
ওলভারডটকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার করা ২৪৩ রানের উদ্বোধনী জুটি ইনিংসের ৪৩তম ওভারে ভাঙেন মারুফা আক্তার। ১৩৪ বলে ১২৬ রান করেন ওলভারডট। আরেক সেঞ্চুরিয়ান তাজমিন ব্রিটস করেন ১২৪ বলে ১১৮ রান। তাকে সাজঘরে ফিরিয়েছেন রিতু মনি। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩১৬ রানে থামে স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে প্রোটিয়াদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন রিতু মনি। শেষ পর্যন্ত মাত্র ৩১.১ ওভারেই ১০০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন আয়াবোঙ্গা খাকা ও নাদিন ডি ক্লার্ক।