শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পুঠিয়া থানার বানেশ্বর পশ্চিমপাড়া গ্রাম থেকে স্বামী-স্ত্রীকে আটক ও হেরোইন করে ডিবি পুলিশ। আটককৃতরা হলো, মোস্তাফিজ (২৪) ও তার স্ত্রী জাহিদা বেগম (২০)। মোস্তাফিজ পটুয়াখালী জেলার গলাচিপা থানার আমখোলা গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে এবং জাহিদা বেগম একই জেলার বাসিন্দা। তবে দুজনেই বর্তমান বানেশ্বর পশ্চিমপাড়ায় বসবাস করতেন।
জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবির এসআই দাউদ উজ জামান আকাশ সঙ্গীয় ফোর্সসহ শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় মাদক উদ্ধারে নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পুঠিয়ার বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামের নুরুল সরকারের বাড়ির পাশে দুইজন মাদকব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের ওই দল রাত সাড়ে ৩ টায় সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোস্তাফিজ ও তার স্ত্রী জাহিদা বেগমকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তাদের দুজনকেই পুঠিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।
সানশাইন/সোহরাব