বড়াইগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সরদার পাড়া মহল্লায় শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দিয়েছেন। শুক্রবার রাতে নৌকার প্রার্থীর সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা জাতীয়তবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ঈমান আলীর নেতৃত্বে তারা আওয়ামীলীগে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী তাদেরকে ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মো. আব্দুল কুদ্দুস সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর যুব লীগের সভাপতি জাকির সরকার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর শ্রী মোহিত কুমার সরকার, সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ, সাবেক কাউন্সিল আতাউর মৃধা ও সাইফুল ইসলাম, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী পাঠান। পরে প্রধান অতিথি সরদারপাড়ায় নৌকার নির্বাচনী অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আওয়ামীলীগে যোগ দেয়া প্রসঙ্গে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর ঈমান আলী বলেন, আমি এতোদিন বিএনপিতে ছিলাম। কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর আদর্শ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে আওয়ামীলীগে যোগ দিয়েছি।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ ও উন্নয়নে মুগ্ধ হয়ে তারা সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর হাত ধরে আওয়ামীলীগে যোগ দিয়েছে। কয়েকদিন আগেও বিএনপির আরো বেশ কিছু নেতাকর্মী যোগ দিয়েছে। এমপি সাহেবের নেতৃত্বে দলকে শক্তিশালী করতে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।


প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩ | সময়: ৭:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ