শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডেন্টের উপদেষ্টা ও সাবেক সাংসদ অধ্যাপক আবুল হাসেন বলেছেন, লাঙ্গল কৃষকের প্রতিক। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর ) দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের বর্ধনপুর গ্রামের জাতীয় পার্টির আয়োজিত এক পথ সভায় তিনি এ কথা বলেন। এছাড়াও তিনি বলেন, বানেশ্বর এলাকায় হুজ্জতি পার্টি রয়েছে। এ হুজ্জতি পার্টি থেকে সকলকে শতর্ক থাকতে হবে। আমি নির্বাচিত হলে এসব হুজ্জতি পার্টি থাকবে না। এছাড়াও আমার এলাকায় কোন ধরনে সন্ত্রাসী কর্মকান্ড চালাতে দেওয়া হবেন।
পথসভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, বর্ধনপুর একটি পিছিয়ে পরা গ্রাম ছিলো। আমার সময় আমি এই গ্রামে স্কুল করেছি। ঝালুকা ই্উনিয়নের মানুষসহ বর্ধনপুর গ্রাম আমার নিজের গ্রাম। আপনার নিরিহ মানুষ সবাই শতর্ক ভাবে কাজ করেন। সিঠিক ভবে সবাই ভোট দেওয়ার সুযোগ পেলে আমাকে সবাই ভোট দিবেন বলে তিনি জানান। পথ সভায় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনামুল হক, দুর্গাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ: মালেক, দুর্গাপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পুঠিয়া পৌর জাতীয় পার্টির সভাপতি মহির উদ্দিন, দুর্গাপুর পৌর জাতীয় পার্টির সভাপতি বাবুল ইসলাম, সাধারণ সম্পাদক নরশাদ আলী, পুঠিয়া উপজেলা জাতীয় যুব সংগতি সভাপতি।
সানশাইন/সোহরাব