শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
নিয়ামতপুর প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৪৬ তথা নওগাঁর -১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি গণসংযোগ চালিয়েছেন। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর বালুকা পাড়া , কুচপুকুরিয়া, বটতলী, দরগাপাড়া, শালবাড়ি দ্বারাজপুর, চকসিতা মোড়ে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন খাদ্যমন্ত্রী। শুক্রবার (২২ ডিসেম্বর) দরগাপাড়া স্কুল মাঠে দরগাপাড়া আওয়ামী লীগের গ্রাম কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে নির্বাচনি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হাসান মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা মানবাধিকার সংগঠনের সভাপতি ইন্জিনিয়ার বজলুর রশিদ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগের নেতাকর্মীরা অংশ নেন। গণসংযোগের সময় বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণসহ পথসভা করেন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
সানশাইন/সোহরাব