সান্তাহারে ফেন্সিডিলসহ ট্রেনের গার্ড ও সহকারী গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি ট্রেনে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ কর্মরত গার্ড ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কর্মরত গার্ড জাহাঙ্গীর কবির ও সহকারী সাদেকুল ইসলাম।
জানা যায়, বুধবার বিকেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে মাদক নিয়ে যাচ্ছিল কর্মরত গার্ড জাহাঙ্গীর কবির ও তার সহকারী সাদেকুল ইসলাম। এমন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনে অভিযান চালানো হয়। অভিযানকালে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি পৌঁছালে তাদের কাছে থাকা দুটি ট্রাভেলব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩ | সময়: ৫:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর