সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুন্ডমালার সাবেক মেয়র গোলম রাব্বানী তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। রবিবার গোলাম রাব্বানীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগমী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক পাওয়া বর্তমান সংসদ সদস্য ফারুক চৌধুরী ও চিত্র নায়িকা মাহিয়া মাহির সঙ্গে ভোটের মাঠে লড়বেন তিনিও।
গোলাম রাব্বানী বলেন, প্রার্থীতা বাতিল সংক্রান্ত দুপুর সাড়ে ১২টার দিকে হাইকোর্টের ১০নং আদালতে শুনানি হয়। এতে শুনানি করে দায়িত্ব প্রাপ্ত বিচারপতি নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন। আদেশে বলা হয়েছে ওই আসনের সহকারি রিটানিং অফিসার প্রার্থীর নমুনা স্বাক্ষরের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে জটিলতার যে তথ্য উপস্থাপন করা হয়েছিলো তার আবেদন নামঞ্জুর করা হয়। একই সঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ফলে সংসদ সদস্য পদে লড়তে আর কোন বাধা নেই। স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী তাৎক্ষণিক বিচারপতির নাম বলতে পারেননি।
এর আগে গত ৩ ডিসেম্বর যাচাই বাছাই শেষে ভোটারদের নমুনা স্বাক্ষর ও তথ্যের গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন গোলাম রাব্বানী। গত ১৩ ডিসেম্বর ইসির আপিল আবেদনের শুনানিতেও প্রার্থীতা বাতিল করে দেয়া হয়।
এছাড়াও এই আসন থেকে ভোটের মাঠে লড়বেন, বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন মন্ডল, এনপিপির নুরুন্নেসা, বিএনএমের প্রার্থী শামসুজ্জোহা বাবু, তৃণমূল বিএনপির জামাল খান দুদু, বিএনএফের আল-সাআদ ও মুক্তিজোটের বশির আহমেদ।
সানশাইন/ই