ই-পেপার

গোমস্তাপুরে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা বিশ্বাসের মতবিনিময়

গোমস্তাপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকার (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস। শুক্রবার বিকেলে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে আয়োজিত এ সভায় দেয়া বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, আগামী নির্বাচন গ্রহনযোগ্য করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকলের অংশগ্রহণে নির্বাচন হোক এ বিষয়টি সামনে রেখেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচন সুষ্ঠু করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডামি আর স্বতন্ত্র প্রার্থীর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিগত দিনে এমপি থাকাকালীন তিনি এলাকার শিক্ষা, বিদ্যুৎ ও রাস্তাঘাট উন্নয়নে কাজ করেছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে এখনো কোন হুমকির সম্মুখীন হননি। তবে তার কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ টি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল ইসলাম বাবু, নাহিদ ইসলাম, গোলাম কবির, তাজাম্মুল হক আরাফাত, শাকিল রেজা, হাসানুজ্জামান ডালিম, রবিউল ইসলাম, জামিল হোসেন, সারওয়ার জাহান সুমন, নুর মোহাম্মদ, আব্দুর রহমান মানিক, মোহাম্মদ আলী, ইমরান আলী, আমিনুল ইসলাম।
এসময় ছিলেন, সাংবাদিক আব্দুস সাত্তার, অলিউল হক ডলার, আব্দুস সালাম তালুকদার, ইব্রাহিম, জোহরুল হক জোহির, মনিরুল ইসলাম দোয়েল, তসিকুল ইসলাম, শফিকুল ইসলাম।


প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩ | সময়: ৭:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ