সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। চলন্ত ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বুধবার বিকেলে ও রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আড়ানি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম (৫৪), জহুরুল মন্ডল (৪৩), রুহুল আমীন (৪০), মুক্তার হোসেন (৪৩), আকতার হোসেন (২২), আসতুল আলী (৪২), মিল্টন আলী (৩৮), তবিবুর রহমান (৫৮), মশিউর রহমান ওরফে মন্টু (৪৫), ফরিদ আহম্মেদ (৬০) ও রব্বিল আলী প্রামানিক (৬০)।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩ | সময়: ৫:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ