রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জকে শত্রু মুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শাহাদত বরণ করেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। চাঁপাইনবাবগঞ্জ বাসী গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের ৫২তম শাহাদতবার্ষিকী পালন করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মহানন্দা নদীতীরে রেহাইচরে জাহাঙ্গীরের শাহাদত বরণের স্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাঁও, পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন সহ বীর মুক্তিযোদ্ধারা।
পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সোনামসজিদ প্রাঙ্গনে জাহাঙ্গীরের সমাধিস্থলে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।