মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে অংশ নেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস,গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, গোমস্তাপুর থানার ওসি চৌধুরী যোবায়ের আহমেদ, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক সহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সানশাইন/সোহরাব