সুবিধা বঞ্চিত পথশিশুরা পেলো সেলাই মেশিন ও কম্বল

স্টাফ রিপোর্টার:
রাজশাহী লায়ন্স চক্ষু ক্লাবের উদ্দ্যোগে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ড্রপ-ইন সেন্টার (ডিআিইসি) কার্যালয়ে বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে সেলাই মেশিন ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি ডা. এস এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী লায়ন্স ক্লাবের সেক্রেটারী তাসলিমা ডালিয়া ও ডা.মো:তবিবুর রহমান(ডাইরেক্টর) ,ইফতিয়ার মাহমুদ (বাবু) লায়ন্স ক্লাবের (আইপিপি)।

সভায় সভাপতিত্ব করেন আলোকিত শিশু প্রকল্পের শিশু সুরক্ষা কমিটি ও ভদ্রা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো: জয়নাল আবেদীন চাঁদ । আরো উপস্থিত ছিলেন রাজশাহী লায়ন্স ক্লাবের সদস্য ও ভলেন্টিয়ারগণ এবং আলোকিত শিশু প্রকল্পের স্টাফগণ। মো: ফরিদুল ইসলাম জুনিয়র কর্মসূচী কর্মকর্তা (আলোকিত শিশু প্রকল্প) কারিতাস ও আলোকিত শিশু প্রকল্পের ডিআইসির কাযর্ক্রম সহভাগিতা করেন।

সভায় প্রধান অতিথি বলেন, আমি ডিআইসির কারযক্রম দেখে অত্যন্ত অভিভূত ও আনন্দিত। কারিতাস সুবিধা বঞ্চিত পথশিশুদের জন্য কাজ করছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। লায়ন্স ক্লাব অসহায় মানুষের জন্য কাজ করে । তাই পথশিশুদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে। যেহেতু পথশিশুরা সমাজে স্বাভাবিক নিয়মে বেড়ে উঠে না প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয় তাই তাদের মধ্যে অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত হবার সম্ভাবনা বেশী থাকে। তাই আমাদের সকলের উচিৎ পথশিশুদের পাশে দাঁড়ানো।পরিশেষে লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো সহায়তা নিয়ে পথশিশুদের পাশে থাকার আহবান জানান। বক্তব্য শেষে শিশুদের মাঝে ১টি সেলাই মেশিন ও ৩০ টি কম্বল বিতরণ করেন করা হয়।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩ | সময়: ৮:২৬ অপরাহ্ণ | Daily Sunshine