রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
চারঘাট প্রতিনিধি :
বড়াল বিধৌত পদ্মা নদী তীর ঘেঁসে রাজশাহী জেলার চারঘাট উপজেলা। আজ বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ও নবাগত ইউএনও সাইদা খানম যোগদান করেছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে নির্বাহী কার্যালয়ে এক আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, মেয়রসহ অফির্সাস ক্লাবের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও চারঘাট পৌর মেয়র একরামুল হক ফুলের শুভেচ্ছা জানান। বিদায়ী চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন সিরাজগঞ্জ উপজেলার কাজিপুর দায়িত্বকারী ইউএনও হিসেবে যোগদান করবেন বলে জানা যায়। এদিকে বগুড়া উপজেলার শাজাহানপুর বিদায়ী ৩৪তম বিসিএস ক্যাডার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম চারঘাট উপজেলা নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন।
সানশাইন / শামি