সর্বশেষ সংবাদ :

বিশ্বমঞ্চে ল্যাবরেটরী স্কুলের ফায়েজ আহমেদের সিলভার পদক অর্জন 

প্রেস বিজ্ঞপ্তি :
থাইল্যন্ডের রাজধানী ব্যাংককে ডিসেম্বর ১ থেকে ১০ তারিখে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও ২০২৩) প্রতিযোগি হিসেবে অংশ নিয়ে রাজশাহী গভঃ ল্যাবরেটরী স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ফায়েজ আহমদ সিলভার পদক অর্জন করেছে।

 

জুনিয়র পর্যায়ে বিজ্ঞানের মেধাভিত্তিক প্রতিযোগিতার সবচেয়ে বড় ও সম্মানজনক বৈশ্বিক আসর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)। বিশ্বের ৫৪টি দেশ থেকে মেধাভিত্তিক নির্বাচিত ৩২৪ জন খুদে বিজ্ঞানী এবারের ২০তম আই জে এস ও চ্যালেঞ্জে অংশ নেয়। এখানে উল্লেখ্য বিগত জুলাই ২০২৩ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (আইবিও) প্রতিযোগিতায় ফায়েজ আহমেদ ব্রোঞ্জ পদক অর্জন করেছিল।

সানশাইন / শামি


প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩ | সময়: ৯:৪০ অপরাহ্ণ | Daily Sunshine