রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী-১ আসনের (তানোর-গোদাগাড়ী) এমপি ওমর ফারুক চৌধূরীর হাত ধরে এলাকায় চলমান উন্নয়ন অব্যাহত রাখতে এবারো নৌকার ভোট দেওয়ার অঙ্গিকার করেছেন রাজশাহীর তানোর উপজেলার ভোটাররা। তারা বলছেন, এমপি ওমর ফারুক চৌধূরী রাজশাহীর তানোর গোদাগাড়ীর ১৫ বছরের ব্যাপক উন্নয়ন করেছেন। আগামীতে তার হাতেই এ এলাকার উন্নয়ন সম্ভব। তার কোনো বিকল্প নেই।
সোমাবার বিকেলে রাজশাহীর তানোর উপজেলার কামারগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল উঠোন বৈঠকে উপস্থিত হয়ে নারী ও পুরুষ ভোটাররা এবারো ওমর ফারুক চৌধুরীকে বিপুল ভোট দেওয়ার অঙ্গিকার করেন।
তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন মানেই উৎসব। উৎসবমুখর পরিবেশে ভোট হয়, সবাই এবারো তাই হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে। তাই সেই পরিবেশ বজায় রাখতে মহিলা আওয়ামী লীগকেও কাজ করতে হবে। ভোটের পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব সবার।
ময়না বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে আমাদের সবার দায়িত্ব রয়েছে। ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে. ভোট কেন্দ্রের আসার জন্য বলতে হবে। ভোট দেয়া আমাদের সবার অধিকার এটি মানুষকে বলতে হবে। ভোটের দিন যাতে সবাই স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে নিজেদের মতামত প্রকাশ করতে পারে সেজন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রতিক নৌকা এটার আওয়াজ তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সরকার প্রদীপ, বাধাইড় ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান, কামারগা ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ প্রমুখ।