শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : গোটা পৃথিবী আগামী ৭ জানুয়ারির নির্বাচনের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ। সোমবার দুপুরে নগরীর সিটি হাট সংলগ্ন রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পবা উপজেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় আসাদুজ্জামান এসব মন্তব্য করেন।
আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশের নির্বাচন মানেই উৎসব। সবসময়ই উৎসবমুখর পরিবেশে ভোট হয়, সবাই পছন্দের প্রার্থীকে বিজয়ী করে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে। তাই সেই পরিবেশ বজায় রাখতে মহিলা আওয়ামী লীগকেও কাজ করতে হবে। ভোটের পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব সবার।
মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। গোটা পৃথিবী তাকিয়ে আছে ৭ জানুয়ারির নির্বাচনের দিকে। আমরা প্রমাণ করে দিতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচনও সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক এমপি বেগম আখতার জাহান। তিনি বলেন, আগামী নির্বাচান সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে আমাদের সবার দায়িত্ব রয়েছে। ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে. ভোট কেন্দ্রের আসার জন্য। ভোট দেয়া আমাদের সবার অধিকার এটি মানুষকে বলতে হবে। ভোটের দিন যাতে সবাই স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে নিজেদের মতামত প্রকাশ করতে পারে সেজন্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে।
পারিলা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগমের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, রাজশাহী জেলা পরিষদের সদস্য শিউলী রাণী, সাবেক সদস্য রাবেয়া খাতুন সীমা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোখসানা মেহেবুব চপলা, পবা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা বেগম, নওহাটা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন সুমি, মহিলা আওয়ামী লীগ নেত্রী জরিনা বেগমসহ উপজেলার নেতৃবৃন্দ।