সর্বশেষ সংবাদ :

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জাপানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হলো দাপট দেখিয়ে। জাপানকে ৯৯ রানে অলআউট করে ১১.২ ওভারে ১ উইকেট হারিয়ে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে যুবারা। ৯ উইকেটের এই জয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সেমিফাইনালের পথটাও তৈরি হয়ে গেছে বাংলাদেশের।
দুবাইয়ে শুরুতে বাংলাদেশ টস জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯৯ রানে অলআউট হয় তারা। ১০০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭১ রানের ওপেনিং জুটিতে মঞ্চ গড়ে আউট হন জিসান আলম। ১৬ বলে ২৯ রান আসে তার ব্যাট থেকে। বাকি পথটুকু আশিকুর রহমান ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে পাড়ি দিয়েছেন। আশিকুর ৪৫ বলে ৮ চারে খেলেছেন ৫৫ রানের অপরাজিত ইনিংস। রিজওয়ান ১০ রানে ছিলেন অপরাজিত।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জাপান। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন নিহার পারমার। তবে এই রান করতে গিয়ে তিনি খেলেছেন ৮০টি বল। তার ব্যাট থেকে আসে ২টি চার। এছাড়া কেফার লেক ৩৮ বলে ৩ চারে ১৭ ও কাজুমা স্ট্যাফোর্ড করেন ১৩। বাংলাদেশের হয়ে মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলাম নেন দুটি করে উইকেট।


প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩ | সময়: ৫:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর