রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় বিজিবি হিলি আইসিপি ক্যাম্পে এ বৈঠক অনুষ্টিত হয়। এতে বিজিবির ১৮ সদস্যের প্রতিনিধি দলের নের্তৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগার। অপরদিকে বিএসএফের ১৭ সদস্যের প্রতিনিধি দলের নের্তৃত্ব দেন ভারতের বিএসএফের রায়গঞ্জ সেক্টর কমান্ডার ডিআইজি মহেন্দ্র সিং। এর আগে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে বিএসএফের প্রতিনিধি দল বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে হিলি আইসিপি ক্যাাম্পে প্রবেশ করলে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিজিবি জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানজিমুল রহমান ভূঁইয়া, ফুলবাড়ি ২৯ ব্যাটালিয়ন অধিনায় লে. কর্ণেল জাহিদুল করিম উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সেক্টর কমান্ডার রাশেদ আসগার জানান, সীমান্ত হত্যা নিরসন, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, স্বর্ণ ও অস্ত্র চোরাচালানরোধ সহ বিভিন্ন ধরণের আন্ত:সীমান্ত অপরাধ দমন, সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং পারস্পারিক সম্প্রীতি ও আস্থা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
সানশাইন/সোহরাব