রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আমরা-৯৩ এসএসসি ব্যাচের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) সকালে র্যালি, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
শহীদ সাটু হলের নতুন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার উপদেষ্টা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমোটলজী বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম মোর্শেদ জামান মিঞা, অনুষ্ঠানের আহবায়ক ও অ্যাডমিন মো. সফিউর রহমান বিপ্লব, প্রতিষ্ঠাতা অ্যাডমিন মেসবাহুল হক মেসবা, কোষাধ্যক্ষ মাহমুদুর রগমান, আবুল কালাম আজাদ, ওবায়দুল আজিম রিংকু, আব্দুর রহমান, মো. পারভেজ, আব্দুল অহাব, মো. সেলিম, কাউসার আলী, কোহিনুর, নজরুল ইসলামসহ আমরা-৯৩ ব্যাচের সদস্যারা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা-৯৩ ব্যাচের বন্ধুরাই সংগীত পরিবেশন করেন।
সানশাইন/সোহরাব