সর্বশেষ সংবাদ :

মোহনপুরে নৌকার পক্ষে এককাতারে আওয়ামী লীগ

রাসেল সরকার, মোহনপুর :

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর-৩ (পবা-মোহনপুর) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে সকল ভেদাভেদ ভুলে এককাতারে শামিল হয়েছেন মোহনপুর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীরা। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর মোহনপুর ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা মাধমে তারা নৌকার পক্ষে কাজ করতে একাত্মতা ঘোষণা করেন। এসময় নেতাকর্মীরা রাজশাহী-৩ আসনের নৌকার প্রার্থী (জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ) আসাদুজ্জামান আসাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

 

নেতাকর্মী সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের (সাবেক) সাধারণ সম্পাদকসহ উপজেলার ছয় ইউপি চেয়ারম্যান ও এক পৌর মেয়রসহ অন্যান্য পদধারী নেতারা এ বৈঠকে একাত্মতা পোষণ করেন। তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করবেন।

 

বৈঠকে একাত্মতা পোষণ করেছেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি দিলিপ কুমার সরকার তপন, কেশরহাট পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, বাকশিমইল ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, জাহানাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী, মৌগাছি ইউনিয়ন চেয়ারম্যান আল-আমিন বিশ্বাস, রায়ঘাটি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু হোসেন, ধুরইল ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট শাহিন শাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সবুর মাস্টার, ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী, বাকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিপুল রায়হানসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

বৈঠক শেষে উপজেলা আওয়ামী লীগের (সাবেক) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ জানান, ইতিপূর্বেও তারা নৌকার পক্ষে একাত্মতা পোষণ করে নৌকার বিজয় করেছেন। এবারে নৌকার প্রার্থী পরিবর্তন হলেও বর্তমান সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপিকে নিয়ে নৌকার জন্য কাজ করবেন। পাশাপাশি আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদের নিয়ে নৌকাকে বিজয়ী করতে মাঠে থাকবেন।

 

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এনামুল হক, সুলতান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেলসহ অনেকে।

সানশাইন/ শামি


প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩ | সময়: ১২:৫৯ অপরাহ্ণ | Daily Sunshine