রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের রাজাপুর ডিগ্রি কলেজের প্রভাষক শামীম আহমেদ (৪৮) শুক্রবার সকাল ৮টার দিকে মুজিবনগরে শিক্ষা সফরে যাবার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)। তিনি উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৪ টায় পাঁচবাড়ীয়া হাইস্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।