সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে অসতর্কতায় রেললাইন পার হওয়ার (অতিক্রম করার) সময় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের পারবাট্টা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, রেল লাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এখনও নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায় নি।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসীর মোবাইল ফোনে এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তবে শেষখবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।


প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩ | সময়: ৬:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর