দৈনিক সানশাইনের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদকের হার্টের অপারেশন সফলভাবে সম্পন্ন 

স্টাফ রিপোর্টার : 

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার সকাল ১০টায় থেকে দুপুর একটা পর্যন্ত সেই হাসপাতালে হার্টে ব্লকজনিত কারনে অপারেশন সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি অবজারবেশনে ছিলেন। এমুহূর্তে সেখানে তিনি ও তার সহধর্মিনী অবস্থান করছেন। তিনি তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

উল্লেখ্য, গত কুরবানী ঈদের পরের দিন সন্ধ্যায় হার্ট এট্যাক জনিত কারনে কয়েকদিন রাজশাহী মেডিকেলে ভর্তি ছিলেন। এর কিছুদিন পর তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হন। সুস্থতার পর উন্নত চিকিৎসার জন্য গত নভেম্বর মাসের ২৪ তারিখ ভারতে গমন করেন। সেখানের একটি হাসপাতালে শরীরে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষার পর সোমবার রাতে হার্টের একটি ব্লক ৯৬% ধরা পড়লে জরুরী ভিত্তিতে অপারেশন করতে হয়েছে বলে জানা গেছে। সেই ব্লকে রিং পরানো হয়েছে বলে তার সহধর্মীনী জানিয়েছেন ও একই সাথে দোয়া কামনা করেন।

সানশাইন / শামি


প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩ | সময়: ৮:০৮ অপরাহ্ণ | Daily Sunshine