সর্বশেষ সংবাদ :

মডেল ও উন্নত বাগমারা গড়তে চাই — আবু তালেব

মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু তালেব প্রাং। তিনি বাগমারাকে মডেল উপজেলায় রুপান্তরিত করার পরিকল্পনা গ্রহন করেছেন। সেই ধারাবাহিকতায় বাগমারাকে নিয়ে তিনি কার্যক্রম শুরু করেছেন। সম্প্রতি সানশাইনের সাথে আলাপচারিতায় আবু তালেব জানান তার স্বপ্ন ও পরিকল্পনার কথাঃ

 

সানশাইনঃ  নিপিড়িত নির্যাতিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম শুরু করে বাগমারা নিয়ে আপনি পরিকল্পনা গ্রহন করেছেন। এটাকে কিভাবে দেখছেনঃ

আবু তালেব ঃ পল্লী বন্ধু হুসেইন মোঃ এরশাদের আদর্শ ও মুক্তি যুদ্ধের চেতনা বুকে ধারন করে আমি ছাত্র রাজনীতিতে ঝাপিয়ে পড়ি। জাতীয় পার্টি করার কারণেই আমি অনেক নির্যাতিত হয়েছি। বাগমারার মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে চলেছি। যে কারণে বাগমারার মানুষ আমাতে ভালবাসে। এর আগে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে এলাকার মানুষ আমাকে ২২ হাজার ভোট দিয়েছিল। তাদের উৎসাহে এবার আমি এমপি প্রার্থী হয়েছি।

 

সানশাইনঃ এবার এমপি নির্বাচিত হয়ে বাগমারা নিয়ে আপনার পরিকল্পনা কীঃ

আবু তালেব ঃ বাগমারা নিয়ে আমার মহাপরিকল্পনা রয়েছে। বিগত দিনে এখানে শুধু লুটপাট, নিয়োগ বানিজ্য, ইউপি ভোটে মনোনয়ন বানিজ্য, চাকুরী দেওয়ার নামে নারীদের ধর্ষণ করা হয়েছে। আমি এমপি নির্বাচিত হলে এ সবকিছুর অবসান ঘটবে। আমি চাই এলাকার শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনগোষ্টি।

 

সানশাইনঃ আপনি তো যুগ যুগ ধরে এলাকায় কাজ করছেন। ছাত্ররাজনীতি দিয়ে আপনার পদচারনা শুরু । এবারের নির্বাচন নিয়ে সাধারন ভোটাররা কী ভাবছেঃ

আবু তালেব ঃ আমার জীবন শুরু তৃনমূল জনতা নিয়ে। এখানো তৃনমূলের সাথে আছি। আগামীতেই থাকবো। এই তৃনমূল মানুষের চাওয়া পাওয়া খুবই কম। অল্পতেই তারা তুষ্ট। তারা চায় এলাকার রাস্তাঘাট, বিদ্যুত উন্নয়ন। জবর-দখল, পেশী শক্তির দাপট, জুলুমবাজ এ সমস্ত থেকে মানুষ মুক্ত থাকতে চায়। তাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাকে জিএম কাদের সাহেব লাঙ্গল প্রতীক দিয়ে বাগমারায় পাঠিয়েছেন। আমি এমপি নির্বাচিত হলে নতুন বাগমারা গড়ে তুলবো।

 

 

সানশাইনঃ ভবানীগঞ্জ পৌরসভা নিয়ে আপনার পরিকল্পনা কী

আবু তালেব ঃ গোটা বাগমারা নিয়ে আমার পরিকল্পনা। আমি গোটা বাগমারা নিয়ে কাজ করতে চাই। বাগমারার উন্নয়ন করতে চাই। ভবানীগঞ্জ উপজেলা হেডকোয়ার্টার। তাই এর উন্নয়ন হওয়া দরকার।

 

সানশাইনঃ এই নির্বাচনে আরো চারজন প্রার্থী আছেন। জয়ের বিষয়ে আপনি কতটা আশাবাদীঃ

আবু তালেব ঃ শতভাগ আশাবাদী। আপামর বাগমারাবাসী পরিবর্তন চেয়ে অপেক্ষায় আছে। আশা করি তাদের সে আশার প্রতিফলন ঘটবে।

সানশাইন / শামি


প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩ | সময়: ৬:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine