সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জ টেনিস গ্রাউন্ডসহ দুইস্থানে ৪টি ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন টেনিস গ্রাউণ্ডে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। এসময় টেনিস গ্রাউন্ডে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর পর জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার ছায়েদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জানান, টেনিস গ্রাউন্ডের পশ্চিমে পুরাতন স্টেডিয়ামের দিক থেকে পর পর দুটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে ককটেলের প্রচন্ড শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ওই ঘটনার কিছুক্ষণ পরেই শহরের শান্তিমোড় এলাকায় দুটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে জেলা নির্বাচন অফিস ও বিএনএমের একজন প্রার্থীর বাসভবন লক্ষ করে কয়েকটি বোমার বিষ্ফারণ ঘটানো হয়।


প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩ | সময়: ৬:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর