মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় সান্তাহার জংশন স্টেশনের ৪নং প্লাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টায় সান্তাহার জংশন স্টেশন থেকে বোনারপাড়া গামী কলেজ ট্রেনটি ৪ নং প্লাটফর্মে দাড়িয়ে ছিলো। এসময় ওই নারী ট্রেনের নিচে দিয়ে পার হওয়ার সময় ট্রেনটি ছেড়ে দেয়। এতেকরে দেহটি কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবুল বাসার জানান, নিহত ওই নারীর পরিচয় সনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে। তার পড়নে ছিলো শাড়ি গায়ের রং ফর্সা। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।