সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের পাশে দুইটি ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার(৪ ডিসেম্বর) সাড়ে ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এদিকে ককটেল হামলার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন ও পুলিশ সুপার ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা ককটেল হামলা চালিয়ে।জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে দুইটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের সানাক্তে পুলিশ কাজ করছে। অন্যদিকে এই ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড় এলাকায় আরো দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩ | সময়: ১০:২৬ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর