শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর ( হিলি) উপজেলা পরিষদ চত্বরে মুরগি প্রবেশ করায় গৃহিনীকে ডেকে নিয়ে অপমান করার অভিযোগ উঠেছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে এই অভিযোগ করেছেন গৃহিনী মাকছুদা বেগম।
মাকছুদা বলেন, ‘গত সোমবার বিকালে তার মুরগিটি উপজেলা পরিষদে যায়। সেটিকে ধরে আটকে রাখেন ইউএনও। পর দিন ইউএনও অফিসে আমাকে দেখা করে মুরগি আনতে বলেন। আমি উপজেলায় গেলে মুরগি কেন পরিষদে এলো, এই বলে অপমান করেন ইউএনও।’ তিনি আরও বলেন, ‘উপজেলা চত্বরে যেন ভবিষ্যতে আপনার মুরগি প্রবেশ না করে- এই বলে আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন।’
ইউএনও কার্যালয়ের পিয়ন লাভলী বেগম বলেন, ইউএনও স্যারের নির্দেশে মুরগিটা আটকে রাখা হয়েছিল।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘হ্যাঁ আমি মুরগির মালিককে ডেকেছিলাম, উপজেলা পরিষদের পরিবেশ সুন্দর রাখার জন্যই। আমি তাদের উপজেলা পরিষদে মুরগি চড়ানোর জন্য নিরুৎসাহিত করেছি মাত্র।’
এ বিষয়ে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, ‘বিষয়টি ছোট, তবে দুঃখজনক। মুরগির মালিকসহ মহল্লাবাসী আমার কাছে এসেছিলেন। আমি বিষয়টি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করব।’
সানশাইন / শামি