বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক গ্রাম থেকেই তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা তিনজনই নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা। এমনকি নির্বাচনে অংশ নেয়া মোট ১১ প্রার্থীর মধ্যে এই তিনজনসহ ছয় জন প্রতিদ্বন্দ্বির বসবাস মাত্র তিন কিলোমিটারের মধ্যে। ইতিমধ্যে বৃহস্পতিবার মনোনয়ন জমাদানের শেষ দিনে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেলের কাছে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একই গ্রামের বাসিন্দা তিন প্রার্থী হলেন, জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আলাউদ্দিন মৃধা, জাকের পার্টি মনোনীত প্রার্থী রবিউল করিম এবং সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের মা জাহানার বেগম (স্বতন্ত্র)। তিনি বিএনপি আমলে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা আওয়ামীলীগের তৎকালীন সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আইনুল হকের সহধর্মিণী।
এছাড়া এ তিনজনসহ নির্বাচনের মুল প্রতিদ্বন্দ্বি দ্বিতীয় বারের মত আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিএনএমের প্রার্থী গাজী আবু সায়েম রতন ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহম্মেদের বাড়ি মাত্র তিন কিলোমিটারের মধ্যে। এতো স্বল্প দুরত্বে ছয় জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে যেমন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তেমনি নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া ও ভোট দেয়া নিয়ে কিছুটা বেকায়দায় পড়েছেন স্বজনসহ সাধারণ ভোটাররা।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজ শিক্ষক বলেন, যদিও প্রার্থীরা বেশির ভাগই দলীয়, তারপরও এতো কাছাকাছি প্রার্থীদের বসবাস হওয়ায় আত্নীয় স্বজন ও ভোটাররা ভোট দেয়াসহ প্রচারণায় অংশ নিতে কিছুটা বেকায়দায় পড়বেন বলেই মনে করি।
তবে জেলা জাতীয় পার্টির সভাপতি সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আলাউদ্দিন মৃধা বলেন, আমরা একই গ্রাম থেকে তিনজন দাঁড়িয়েছি এবং একজন আমার আত্নীয়ও বটে। তবে মুষ্টিমেয় কিছু লোক যারা আটরশির পীরের অনুসারী তারাই জাকের পার্টির প্রার্থীকে ভোট দেবে। তাছাড়া আওয়ামী লীগ দলীয় অপর স্বতন্ত্র প্রার্থীর ভোটার ও আমার ভোটার আলাদা হওয়ায় ভোট দেয়ার ক্ষেত্রে কোন সমস্যা হবে না। আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ থাকায় একই গ্রামের হলেও কোন দ্বন্দ্ব-ফ্যাসাদ হওয়ারও সম্ভাবনা নেই।