সর্বশেষ সংবাদ :

রাজশাহী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন লিটন

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন সমাজ সেবক এনামুল হক লিটন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা প্রশাসকের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এনামুল হক লিটনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বাগসারা গ্রামে। তার পিতা মৃত আব্দুল খালেক, মাতা: রাজিয়া বেগম। পেশায় তিনি একজন স্বাস্থ্য নিরুপন টেকনিশিয়ান।
এনামুল হক লিটন বলেন, পবা উপজেলা একটি বড় উপজেলা। এই আসনে আমি একজন বাড়ির ছেলে। সাধারণ মানুষের ভালোবাসা আমার সঙ্গে আছেন। তারা চায় আমি নির্বাচনে অংশ নেই। সেই চাওয়া ও ভালোবাসা থেকেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩ | সময়: ৬:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ