মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৫৫, বাগমারা-৪ আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন (৩০ নভেম্বর/২৩) উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার বেলা বারো টায় বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের (সহ-কারী রিটার্নিং অফিসার) দপ্তরে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক এমপি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন।
বেলা সাড়ে বারো টায় বাগমারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেব প্রামানিক একক প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন। অপর দিকে বিকেল সাড়ে তিন টায় সময় বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা মনোনীত প্রার্থী তাহেরপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এবং বর্তমান মেয়র আবুল কালাম আজাদ মনোনয়ন দাখিল করেন।
অন্যদিকে রাজশাহী জেলা প্রশাসকের দপ্তরে স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন মনোনয়ন দাখিল করেছেন, বলে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান নিশ্চিত করেছেন।