রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বিএনপির হরতাল চলাকালে রাজশাহী মহানগরীতে পুলিশ কর্মকর্তার গাড়ী লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে। এছাড়াও নগরীর আরডিএ মার্কেটের গলিতেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় আরডিএ মার্কেটের গলিতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এতে আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। কে হামলা চালিয়েছে তা জানা যায়নি।
অপরদিকে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কাছে এক পুলিশ কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় এ হামলার ঘটে। এসব হামলায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।