সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর নওহাটা পৌরসভা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান। শুক্রবার বিকালে তিনি নওহাটা পৌরসভার পরিদর্শনসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন, স্থানীয় সরকার বিভাগের প্রোগ্রাম ম্যানেজার ড. আহসান হাবিব।
নওহাটা পৌর ১নং প্যানেল মেয়র আজিজুল হকের সভাপতিত্বে অতিথি ছিলেন নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুব, পৌর ২নং প্যানেল মেয়র কাউন্সিলর দিদার হোসেন ভূলু, ৩নং প্যানেল মেয়র রেশভানু বেগম।
উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, পৌরসভার সচিব মিজানুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, হিসাবরক্ষক নাসির উদ্দিন, উচ্চমান সহকারী মিশন আলী, টিকাদানকারী রাজু আহমেদসহ পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।