বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ঘুম হারাম হয়ে গেছে। চলছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। লবিং-তদবিরে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রভাবশালী নেতাদের বাসা-বাড়িতে এখন রীতিমতো উপচে পড়া ভিড়। গণভবন, ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়, সংসদীয় বোর্ডের সদস্যদের বাসা-অফিসে ছুটছেন তারা। আওয়ামী লীগের কয়েক জন গুরুত্বপূর্ণ নেতাকে ‘তুষ্ট’ করার জন্য হেন চেষ্টা নেই, যা তারা করছেন না। দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা যেখানে যাচ্ছেন প্রার্থীরা যাচ্ছেন পিছু পিছু। যেভাবেই হোক-চাই মনোনয়ন।
নৌকার মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাসহ সাধারণ কর্মী-সমর্থকদের নজর এখন দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের দিকে। অতীতের মতোই সংসদীয় মনোনয়ন বোর্ড জাতীয় সংসদ নির্বাচনে বিভাগওয়ারি আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করবে। গতকাল রাজশাহী, রংপুর বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে প্রকাশ হয়নি।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মনোনয়ন দৌড়ে আছেন আট প্রার্থী। এরমধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমপি আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ, জেলা মহিলা লীগের সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রোকসানা মেহেবুব চপলা এবং জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান।