শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরর লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামে আমগাছ থেকে পড়ে আশরাফুজ্জামান রিপন (৪৮) নামের এক জনের মৃত্যু হয়েছে। আশরাফুজ্জামান রিপন ওই গ্রামের মুক্তিযোদ্ধা এসএম সেলিমের কনিষ্ঠ পুত্র। তিনি দুই সন্তানের জনক।
নিহতের বড় ভাই আনিসুজ্জামান বাবু জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আমগাছের একটি ডাল কাটতে বাড়ির পাশের একটি গাছে উঠে রিপন। এরপর আমের ডাল ভেঙ্গে তিনি মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মুখোমন্ডল ও মাথায় আঘাত লাগে। গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।