বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় সাজ্জাদুর রহমান ওরফে সিজান (১৯) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার রুদ্রমুখা গ্রামে। সোমবার দুপুরে র্যাব রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জেলার মোহনপুর উপজেলার বাকশৈল গ্রাম থেকে সিজানকে গ্রেফতার করে।
র্যাব জানায়, রাজশাহী নগরীর মতিহার থানা এলাকার এক স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন সিজান। গত অক্টোবরে ওই ছাত্রীকে অপহরণ করে এক বন্ধুর বাড়িতে তিন দিন আটকে রেখেছিলো সিজান। ওই সময় ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করা হয়। এই ঘটনায় মতিহার থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। তবে মামলার পর আসামি পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর মতিহার থানা-পুলিশে তাকে হস্তান্তর করা হয়েছে।