মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় চতুর্থ বারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম দাখিল করেছেন তিন বারের সফল সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রচারণা চালানো হচ্ছে। আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে সারাদেশের ন্যায় বাগমারায় যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেই ইতিহাস সমৃদ্ধ লিফলেট বিতরণ করা হচ্ছে। সেই সাথে আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনার পক্ষ থেকে নৌকায় ভোট চাচ্ছেন নেতৃবৃন্দ। নৌকা মানে চলমান বিভিন্ন উন্নয়ন। নৌকার বিজয় হয়েছিল বলেই দেশের প্রতিটি পর্যায়ে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। গরীব,দুখী, অবহেলিত, শিশু, বয়স্ক, বিধবা এমন কোন মানুষ নেই যারা সরকারী নুযোগ-সুবিধার বাইরে আছে। সরকারের উন্নয়নের সেবা পাচ্ছেনা এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে চতুর্থ বারের মতো বিজয়ী করতে উপজেলা মহিলা লীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
সোমবার উপজেলার ৮ নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ইঞ্জিনিয়ার এনামুল হকের উন্নয়ন প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সহ-সভাপতি নারগিস বেগম, ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক হাফিজা বেগম প্রমুখ। এর আগে ইউনিয়ন মহিলা লীগের আয়োজনে আব্দুল মজিদ মাস্টারের বাসার ছাদে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও সোনাডাঙ্গা এবং শুভডাঙ্গা ইউনিয়নে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণের পাশাপাশি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।