শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকায় বাসাবাড়িতে চুরি অব্যাহত রয়েছে। গত ৫ দিনে এক পুলিশ কর্মকর্তার বাড়িসহ ৫টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।। গত শনিবার ভোরে রহনপুর পৌর এলাকার রহমতপাড়ায় ২টি, গত মঙ্গলবার বাগানপাড়ায় ১ টি ও বৃহস্পতিবার ভোরে পুরাতন বাজার এলাকার ২টি বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, ভোরের দিকে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তখন চোর চক্র একই কায়দায় বাসা-বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন চুরি করে নিয়ে যাচ্ছে।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, আমরা চুরির ঘটনাগুলো তদন্ত করে দেখছি। চোর চক্রকে ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, চুরি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।গত কয়েকদিনে চুরির অভিযোগে আটক ৪ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।