সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর মুন্ডুমালায় তিনদিনব্যাপী মেয়র কাপ ফুটবল টুনামেন্টে আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুল ১০টার সময় ফজর আলী মোল্লা কলেজ মাঠ প্রাঙ্গনে সাদিপুর সমাজ কল্যান সমিতির আয়োজনে এবং মুন্ডুমালা পৌরসভার সহযোগিতায় তিনদিন ব্যাপী এ খেলার উদ্ধোধন করা হয়। আর খেলার সার্বিক সহযোগিতায় আছেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আতিকুল ইসলাম।
উদ্ধোধন অনুষ্ঠানে পৌর মেয়র সাইদুর রহমান অফিসের কাজে ঢাকায় অবস্থান করায় তার পক্ষে প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু শুভ উদ্ধোধন ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন,কাউন্সিলর আতাউর রহমান,মিজানুর রহমান বুলবুল,বোরহান উদ্দিন সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিল রাফিয়া বেগম রুমেলা বিবি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি এবং সাদিপুর সমাজ কল্যান সমিতির অর্ধশত সদস্যবৃন্দ প্রমুখ।
বৃহস্পতিবার শুরু এ ১৬ দলের খেলা শেষ হয়ে শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শনিবার প্রধান অতিথি থেকে বিজয়ীদের পুরুস্কার তুলে দিবেন উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন সভাপতিত্ব করবেন পৌর মেয়র সাইদুর রহমান।